খুসি সবার .......... টি এম একরাম।
লিখেছেন লিখেছেন টিএম একরাম ২৫ জুন, ২০১৭, ১২:৫০:৪৭ দুপুর
ঈদের খুশি বিলিয়ে দিও
পথ তারার মাঝে,
সেই খুশিতে তারাও না হয়
ভিজলো তোমার সাথে।
সিক্ত হবে মন যে তাদের
আনন্দেরই স্বাদ,
তোমার ছোঁয়া পেলে তারা
হবে যে উদ্ভাস।
ঈদতো আছে তাদের কাছেও
ভিন্ন রকম স্বাদ,
সেই স্বাদেতে নেই যে কিছু
নানানরকম ঘাট।
সব ঘাটতি পূর্ণ করে
অভিন্নতার পথ,
দাও দেখিয়ে তাদেরকে আজ
ঈদেরই উৎসব।
বিষয়: সাহিত্য
৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন